উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্ণফুলী উপজেলায় গরুর গোবর হতে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা অর্গানিক সার প্রবর্তনের সম্ভাবনা মূল্যায়নের জন্য অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব মাসুমা জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ড.মো আবুল কাশেম, প্রফেসর মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, এবং ড. মো শফিকুল ইসলাম, প্রফেসর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, চ. বি। বক্তব্য রাখেন জনাব রুমন তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কর্ণফুলী, জনাব শ্যামল সরকার, উপজেলা কৃষি অফিসার, জনাব মো এনামুল হক সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা, ব্যাবস্থাপক, সোনালী ব্যাংক, কর্ণফুলী, কৃষি ব্যাংকের প্রতিনিধি, খামারি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
বক্তারা ভার্মি কম্পোস্ট এর উপকারিতা, এর মাধ্যমে কিভাবে কর্ণফুলীর খামারিরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন সে সর্ম্পকে বিশদভাবে বলেন।
বর্তমানে বাংলাদেশের আবাদী জমি এবং সেই জমিতে উৎপাদিত খাদ্যের গুনগত মান নিম্মমানের। অত্যদিক রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির গুনগত মান নষ্ট হচ্ছে,। বর্তমান অবস্থায় মাটিকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি যা কর্ণফুলীতে সম্ভব।
জাতীয় পুরস্কার বিজয়ী খামারি হারুন চৌধুরী বলেন, কর্ণফুলীতে ৩০০ এর অধিক বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে আমরা খামারিরা জ্বালানি সমস্যা সমাধানে সাথে পরিবেশ রক্ষায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি।
তবে বিপুল পরিমাণ ডেইরি বজ্য ব্যবস্থাপনা করার মতো সক্ষমতা খামারিদের নেই। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
খামারিরা আরো বলেন কর্ণফুলীতে প্রতিদিন প্রায় ৩০০ টন গোবর উৎপাদন হয়। এই গোবর অন্য উপজেলা বা জেলার জন্য সম্পদ হলেও কর্ণফুলীর জন্য বোঝা।
তাই সমন্বয় এর মাধ্যমে অন্য উপজেলায় বা জেলায় এই গোবর নিয়ে কাজে লাগানো যায় কিনা সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কর্ণফুলীতে যে পরিমাণ গোবর উৎপন্ন হয়, তার পুরোটাই ভার্মি কম্পোস্ট করা প্রায় অসম্ভব। এক্ষেত্রে গরুর গোবর দীর্ঘদিন রেখে পচিয়ে সরাসরি জমিতে ব্যবহার করা যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার বলেন, কর্ণফুলী বাংলাদেশের ২য় বৃহত্তম ডেইরি জোন।প্রতিদিন প্রায় ৫০০০০ লিটার দুধ এখানে উৎপন্ন হয় যা বৃহত্তর চট্টগ্রামে পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ছোট বড় মিলিয়ে প্রায় ১৫০০ খামারের ডেইরি বজ্য খামারিদের মাথা ব্যাথার প্রধান কারণ। প্রতিদিন উৎপাদিত প্রায় ৩০০ টন ডেইরি বজ্য সুষ্টু ব্যবস্থাপনার মাধ্যমে প্রসেস করা গেলে তা বৃহত্তর চট্টগ্রামে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,সুষ্টু ব্যবস্থাপনার অভাবে সম্পদও সমস্যা তৈরি করতে পারে, কর্ণফুলী প্রকৃষ্ট উদাহরণ।তিনি সকল অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে কর্ণফুলী উপজেলায় গরুর গোবর হতে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা অর্গানিক সার প্রবর্তনের সম্ভাবনা মূল্যায়নের জন্য অশশীজনদের সাথে মতবিনিময় সভা সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মতবিনিময় সভার মাধ্যমে প্রাপ্ত সম্ভাবনাগুলো বাস্তবায়ন ও সমস্যাগুলো উত্তরনের ব্যবস্থার জন্য আরো অংশীজনদের নিয়ে বৃহৎ পরিসরে কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস