Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দুগ্ধজাত পণ্যের উৎপাদন, মাননিয়ন্ত্রন, ব্রান্ডিং এবং বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভা। স্থান- কর্ণফুলী, চট্টগ্রাম।
বিস্তারিত

চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ এর অর্থায়নে, উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কর্ণফুলী চট্টগ্রাম এর আয়োজনে আই ডিএফ এর সহযোগিতায় চরলক্ষ্যা ইউনিয়ন এর প্রায় ৫০ জন খামারিকে ১৩-১৪ নভেম্বর ডেইরি পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষন পর্ব পরিচালনা করেন সোহানা পারভীন, প্রোডাকশন ম্যানেজার, আইডিএফ।

এই প্রশিক্ষণে খামারিরা নিজ হাতে দই এবং মাঠা প্রস্তুত করেন।


এ প্রেক্ষিতে উপজেলা পরিষদ, কর্ণফুলী হলরুমে ১৬. ১১.২৩ তারিখে অনুষ্ঠিত হয় দুগ্ধজাত পণ্যের উৎপাদন, মাননিয়ন্ত্রন, ব্রান্ডিং এবং বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন এর সম্মানিত খামারি ভাই বোনেরা, কর্ণফুলীতে দায়িত্বরত প্রায় সকল সাংবাদিক ভাইয়েরা, কর্ণফুলী ডেইরি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব ফোরকান, ডেইরিতে জাতীয় পুরস্কার বিজয়ী জনাব হারুন চৌধুরী, সিভাসু থেকে আগত ৪ ইন্টার্ন স্টুডেন্ট,  আই ডি এফ এর প্রোডাকশন ম্যানেজার সোহানা পারভীন,  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব ফারহান ইসলাম, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব, বিএসটিআই ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুল, উপজেলা শিক্ষা অফিসার, কর্ণফুলী জনাব মহিউদ্দিন মো. আলমগীর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, আনোয়ারা জনাব সমরঞ্জন বড়ুয়া পিএইচডি মহোদয় , চেয়ারম্যান চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ, কর্ণফুলী উপজেলা জনাব সোলাইমান তালুকদার, অধ্যাপক ড.এ কে এম সাইফুদ্দিন স্যার,পরিচালক বহিরাংগন,চট্টগ্রাম  ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, জনাব মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী মহোদয় ,এবং   জনাব ফারুক চৌধুরী , সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কর্ণফুলী, মহোদয়।


সভায় উপস্থিত অতিথিদের মাঝে চরলক্ষ্যা ইউনিয়ন এর খামারিদের হাতে তৈরি দই এবং মাঠা পরিবেশন করা হয়।


অতিথিদের মূল্যবান পরামর্শসমুহ বিবেচনায় নিয়ে কর্ণফুলীর খামারিরা ডেইরি প্রোডাক্ট তৈরিতে এবং   বাজারজাতকরণে সফল হবে,  এই প্রত্যাশায় সমাপ্ত হয় একটি সফল মতবিনিময় সভা।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/11/2023
আর্কাইভ তারিখ
30/06/2024