Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Meeting On current challanges of reproductive Health disorder in chattagram Dairy farm
Details

কর্ণফুলী উপজেলায় ডেইরি খামারসমূহে গাভীর প্রজনন স্বাস্থ্য সর্ম্পকিত সাম্প্রতিক সমস্যাবলী ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা এ একে এম হুমায়ুন কবির,  পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম  

১৪ জুলাই ২০২৪ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, কর্ণফুলী, চট্টগ্রাম এ অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা আব্দুল মান্নান, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, চট্টগ্রাম,  ডা জপু চক্রবর্তী,  সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআই এল, চট্টগ্রাম, জনাব নাজিম উদ্দিন হায়দার, সভাপতি, কর্ণফুলী ডেইরি এসোসিয়েশন। সভায় সভাপতিত্ব করেন ডা রুমন তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, কর্ণফুলী, চট্টগ্রাম। 


সভায় কর্ণফুলী উপজেলার সরকারি বেসরকারি সকল কৃত্রিম প্রজনন কর্মী, পটিয়া এবং আনোয়ারার ৬ জন করে কৃত্রিম প্রজননকারী উওস্থিত ছিলেন।


সভায় কৃত্রিম প্রজনন কর্মীদের পারসোনাল হাইজিন এবং জুনোটিক রোগসমূহ নিয়ে বিশদ  আলোচনা করা হয়।

Attachments
Publish Date
14/07/2024
Archieve Date
30/06/2025